ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেসমিন আক্তার নামের ছাত্রী তার বাবার বাড়িতে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামে।
জানাযায়, বাবুল মিয়ার কন্যা রাজীপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তারের সাথে বিয়ে হয় নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের ভাটালি গ্রামের তাহের উদ্দিনের পুত্র রাজীব মিয়ার সাথে। ঘটনার দিন ভোরে জেসমিনকে তার মা ঘুম থেকে উঠার জন্য ডাকা ডাকি করেও তার কোন সাড়া পায়নি। পরে দেখতে পান জেসমিন তার বাবার বসতঘরের বারান্দার রুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। জেসমিনের স্বামী ঢাকায় একটি ওষুধ কম্পানিতে চাকুরি করেন। তবে জেসমিনের মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ওসি তদন্ত গোলাম মাওলা জানান, নিহতের পারিবারিক ভাবে কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।