ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তেলুয়ারী গ্রামের ফারুক মিয়া(৩০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার রাত সোয়া দু’টার দিকে । নিহত মাদক ব্যবসায়ী উপজেলার তেলুয়ারী গ্রামের জামাই সিদ্দিকির পুত্র। বন্দুক যুদ্ধে পুশিশের দুই অফিসার ও দুই কনষ্টেবল আহত হয়েছেন। ঈশ^রগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, গোপন সূত্রে মাদক বিক্রয়ের খবর পেয়ে ঈশ^রগঞ্জ থানা, ডিবি ও আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌত একটি দল আঠারবাড়ীর ইউনিয়নের গন্ডির মোড়ে এক অভিযান চালায়। মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ও গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে বন্দুক যুদ্ধ শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭টি গুলির খোসা, রামদা, ১০০ পিস ইয়াবা একটি মোবাইল উদ্ধার করে। নিহত মাদক ফারুকের বিরুদ্ধে ঈশ^রগঞ্জ থানায় মাদক সহ ১১টি মামলা রয়েছে। বন্দুক যুদ্ধে আহত পুলিশ সদস্যরা হলেন এস.আই সাফায়েত হোসেন , এ.এস.আই খলিল কনষ্টেবল আনোয়ার ও সমীরন।