ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে জামায়াতে ইসলামির আমির ও বিএনপির নেতাকর্র্মীসহ ৯জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে উচাখিলা ইউনিয়নের জামায়াতে ইসলামির আমির ও সাখওয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, বিএনপির নেতা আঠারবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাজ্জাক, রাজিপুর ইউনিয়নের মঞ্জুরুল হক সুমনকে বিশেষ মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আনোয়ার, জয়নাল আবেদিন, রফিকুল ইসলাম, মোস্তুফা কামাল, ছানু মিয়া, জালাল উদ্দিনকে।
ওসি আহম্মেদ কবির হোসেন জানান, আটকৃতদের বৃহস্পতিবার ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।