রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালত ১ যুবকে ইপটিজিং করার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। রোববার (৩ জুন) ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এলিশ সরমিন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে এ রায় প্রদান করেন। আদলত সূত্রে জানাযায়, রোববার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া দারুসুন্নাহ মাদ্রাসার সম্মুখে রাস্তা দিয়ে ২ স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে জয়পুর গ্রামের আব্দুর রশিদের পুত্র বায়েজ মিয়া (২২) এক ছাত্রীকে জড়িয়ে ধরলে ওই ছাত্রীর আত্মচিৎকারের রাস্তার লোকজন বায়েজ মিয়াকে ধরে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে ভ্রামম্যান আদালতে হাজির করলে আদালত থাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ।
আরো খবর-
http://স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে য়ৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী জহিরুল ইসলাম স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্ধী দিয়েছেন। শনিবার উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে যৌতুকের জন্য স্বামী জহিরুল ইসলামের হাতে স্ত্রী মুশিদা খুন হন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মোতালেব জহিরুল সহ ৪ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ শনিবার রাতেই জহিরুলকে গ্রেফতার করে। রোববার গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ওই মামলার তদন্তকারী অফিসার এস আই সাফায়েত হোসেন জানান, রোববার বিকেলে ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন চন্দ্র মোদকের আদালতে জহিরুলকে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্ত্রী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
http://বিশেষ অভিযানে ৬ জন আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে পুলিশ ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে। আটকৃতরা হচ্ছে জামাল, রিহৃয়, আউয়াল, সাকিব, ফারুক ও রিহৃদয়
পুলিশ আটককৃতদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। রোববার পুলিশ আটককৃতদেরকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করেছে।