ঈদের সময় নারীদের রান্নাঘরে চুলার কাছে থাকার কারণে মুখের ত্বকে প্রভাব পড়ে। তাই ঘুমানোর আগে বিভিন্ন ধরনের ফল ও সবজি দিয়ে একটি প্যাক তৈরি করে ব্যবহার করে পেতে পারেন ক্লান্তিমুক্ত ও উজ্জ্বল ত্বক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন জার্মান প্রবাসী বিউটি এক্সপার্ট ফাতেমা রহমান রুমা
যা যা করবেন
আপেল, কলা, বেদানা, পাকা পেঁপে একসঙ্গে মিশিয়ে নিন। তৈলাক্ত ত্বক হলে এগুলোর সঙ্গে শসা মিশিয়ে ব্লেন্ড করে নিন। কাচের বয়ামে করে ফ্রিজে রাখুন। মুখে লাগানোর আগে মিশিয়ে নিন বেসন অথবা চালের গুঁড়া। শুষ্ক ত্বকের জন্য শসার পরিবর্তে গাজর দিন। এই ফেসপ্যাক ত্বকে ব্যবহারে লোমকূপ পরিষ্কার হবে। ত্বক ভালো ও উজ্জ্বল হবে। ক্লান্তিতেও অনেক সময় চোখের নিচেও কালচে দাগ পড়ে। তাই মাঝেমধ্যেই আলু, টমেটো ও শসার রস লাগিয়ে রাখুন। এতে ত্বকের ক্লান্তিভাব দূর হবে, উজ্জ্বল ও লাবণ্য ফিরে আসবে আপনার ত্বকে।