ইতালির ত্রেভিজোতে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজো এর উদ্যোগে প্রবাসী শিশুকিশোরদের বাংলা ভাষার শিক্ষার লক্ষে বাংলা স্কুল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ২৫ মার্চ রবিবার বাংলা স্কুলের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ত্রেভিজো শহরের মেয়র কাবিনো আন্না কেটেরিনা।
এসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান এর সভাপতিত্বে নাজমুল হক ও মনিরুজ্জামান তন্ময় এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম,উপদেষ্টা তৈয়ব আলী,আখতার,মাস্টার রিপন,সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল,সিনিয়র সম্পাদক মোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান,সহ সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মো আলমগীর,আয়েশা তানি,সহ সভাপতি ফরহাদ ইসলাম,অর্থ সম্পাদক জসিম বেপারী,মহিলা সম্পাদিকা সাথী আক্তার,সহ মহিলা সম্পাদিকা লাইলী আক্তার,মুকুলি আক্তার,আজিজ খাতুন,ধর্ম সম্পাদিকা তাহমিনা হক,কামরুন নাহার তুলি,আব্দুল হালিম,জিয়াউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রচুর অভিভাবক তাদের সন্তারদেরকে নিয়ে উপস্থিত হন। অভিভাবকরা এসোসিয়েশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং এই স্কুলের সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
ইতালি প্রতিনিধি