শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি৷” এভাবেই শরতের সৌন্দর্য উপস্থাপন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ শরৎ সম্পর্কে বিভিন্নভাবে নিজের আবেগকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ৷ কবিগুরু রবীন্দ্রনাথই তাঁর গান, কবিতার মাধ্যমে সবাইকে শরৎকাল উপভোগ করতে শিখিয়েছেন৷ কবির শরৎ প্রকৃতির প্রেমের রহস্য খোঁজতে গিয়ে ইউরোপে শহরতের বর্ণিল প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে। তা নিয়েই জার্মানি থেকে লিখেছেন ফাতেমা রহমান রুমা …
জার্মানি: ইউরোপে এখন শরৎকাল চলছে৷ বিভিন্ন দেশের বনজঙ্গল থেকে শুরু করে শহর, নদী সব জায়গায় শরতের নানান রং ছড়িয়ে পড়েছে৷
বার্লিনের টিয়ারগার্টেন পার্কের গাছগুলোতে শরতের রং ধরেছে৷ পেছনে বার্লিনের অন্যতম আকর্ষণীয় স্থাপনা টিভি টাওয়ার দেখতে পাচ্ছেন৷
সুইজারল্যান্ড: নয়শাটেল শহরের আরুজ গোর্জ-এর (গিরিসঙ্কট)
স্কটল্যান্ড: পিটলোকরি শহরের আরেকটি ছবি এটি৷ স্থান ‘লখ ফ্যাসকেলি’ জলাধার৷
রাশিয়া: বিশাল প্রকৃতির মাঝে ক্ষুদ্র মানুষটিকে খুঁজে পাচ্ছেন? সাইবেরিয়ার ইয়েনিসে নদী তীরবর্তী৷ সাইবেরিয়ার তৈগা অরণ্যের ভেতর দিয়ে চলে যাওয়া মহাসড়ক৷
লাটভিয়া: সিগুলদায় রং-বেরঙের গাছের পাশে জিপলাইন আরোহীদের দেখা যাচ্ছে৷
আয়ারল্যান্ড: ডাবলিনের বোটানিক্যাল গার্ডেন৷