ফাতেমা রহমান রুমা: জার্মানিতে গ্রীষ্মের হাওয়া বইতে শুরু করেছে এবং তারই সাথে সবার মাঝে চলেছে উৎসবের আমেজ। এই উৎসবের ছোয়া বেশ ভালভাবেই লেগেছে জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতেও। এরই অংশ হিসেবে ৬ মে ২০১৮ তে ফ্রাংকফুর্ট শহরে বসবাসকারী বাংলাদেশী কউমিউনিটির গুরুত্বপূর্ণ সদস্য নজরুল ইসলাম খালেদের অয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও বারবিকিউ পার্টি। তার স্ত্রী সিফা ইসলামের সার্বিক তত্বাবধানে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। অনেক বাংলাদেশী মানুষের স্বপরিবারে স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে নজরুল ইসলামের বাগানে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। পুরো অনুষ্টান জুড়ে পরিবেশন করা হয় বারবিকিউ ছাড়াও প্রবাসীদের হাতে তৈরি আরো নানা পদের খাবার,পানীয় এবং মিষ্টান্ন। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘বৈরাগী’ এলবামের মোড়ক উন্মোচন করা হয়। গীতিকবি হ্যাপি উদ্দিন এর কথায় এবং লোক শিল্পী ও সুরকার রিয়েল আনোয়ারের দরদ ভরা কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতাদের প্রশংসা পেয়েছে। উক্ত অনুষ্ঠানে আগতরা গীতিকার,গায়ক এবং তাদের গান সম্পর্কে অনুভূতি ব্যাক্ত করেন এবং এই ধরনের সৃজনশীল কর্মকান্ড অব্যাহত রাখার অহবান জানান।বিষেশ করে অয়োজক নজরুল ইসলাম খালেদ ‘বৈরাগী’ এলবামের গায়ক এবং গীতিকারে ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। প্রিয় মাতৃভুমি থেকে সহস্র মাইল দূরে বসবাসকারী মানুষগুলোকে কিছু সময়ের জন্য হলেও বাংলাদেশের স্বাদ উপহার দেয়ার জন্য সবাই আয়োজকে অসংখ্য ধন্যবাদ জানান। গ্রীষ্মের প্রারম্ভে এই আয়োজন ইউরোপের ব্যস্ততায় এক মুঠো প্রশান্তি বয়ে আনবে বলে সকলের বিশ্বাস।