গৌরীপুরে (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে র্যালি ও আলোচনা সভায় হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাংবাদিক মশিউর রহমান কাউসার প্রমুখ।