আমি যখন বাজাই বাঁশি তুমি শুধুই শোন,
আমি তোমার তুমি আমার একটু কথা শোন।
কপোলেতে সুপ্তিসম আকঁড়ে ধরি তাই,
এখানে ওখানে খুঁজি তোমায় কিন্তু কোথাও কেউ নাই।