অনেক কষ্ট অনেক আশা
তোমার আমাকে ঘিরে,
সহ্য তুমি অনেক করেছো
বুকটি চিড়েচিড়ে।
অপমান আর আঘাতে
তুমি হয়েছ ব্যথিত,
যদিও তোমার ছেলে এখন
অনেক সমালোচিত।
সারাটি জীবন কস্ট করে
গড়েছ আমায়,
আমি তোমার কষ্টকে সড়াবো
আজ আপন মহিমায়।
অনেক আদর অনেক স্নেহ
তোমায় ভালোবাসি,
তুমি আমার অনেক আপন
তোমাতেই বাঁচি।
ছোট থেকেই দেখি তোমায়
শিখি অনেক কিছু,
যেমনটি আজ সামি শিখে
চলে আমার পিছু।
একটু একটু করে আমি
হলাম অনেক বড়,
যেমনটা সামি হবে
ভেবেই জড়োসড়ো।
আমার কাজে দাও যে তুমি
অনেক উৎসাহ,
তাই যে আমি এগিয়ে চলি
যেমনটি তুমি চাহ।
পরিশেষে এবার আমি
এইটুকু বলে যাই,
তুমি যদি না থাকো বাবা
আমার কোন আশা নাই।
তুমি, আমি, সামি আর
অন্য সবাই,
মিলেমিশে থাকবো মোরা
কোন দুঃখ নাই।
বাবা বলে আমি তোমায়
অনেক অনেক ডাকি,
যেমনটা সামি ডাকে আমায়
করে মাতামাতি।
ভালো থেকো বাবা তুমি
অনেক সমাদৃত,
সমাজ তোমাকে দেয়নি সম্মান
আমি তাই আলোচিত।
আমি আর তুমি মিলে
করেছি যে পাড়,
দুঃখের সাগর আর
স্বপ্নের সমাহার।