অনেক অনেক আদর তোমায়
অনেক ভালোবাসা,
আর কিছু চাই না মাগো
শুধু তোমার কাছে আসা।
অনেক দুঃখ কস্ট নিয়ে
মা তুমি কোথায় চলে গেলে,
আমি তোমায় খুঁজে ফিরি
চোখের জল ফেলে।
একটু তুমি দেখা দাও মা
বলবো অনেক কথা,
আমি তোমায় বলবো মাগো
সামি বাবুর কথা।
আমি তোমার আদর্শ নিয়ে
চলি সারাক্ষণ,
কোনকিছুই হবে না মা
যা করোনি এ জীবন।
একটু একটু করে মাগো
আমি নিজেকে গড়ি,
তোমাকে দেয়া কথামতো
তোমাকে নিয়ে চলি।
তুমি যেদিন চলে গেলে
আমার কথা ভুলে,
আমি শুধু কাঁদি গো মা
তোমায় মনে করে।
রাত হলে তোমায় খুঁজি
ফেলি চোখের জল,
সবাই তখন মনে করে
আমি হয়েছি পাগল।
আমি তোমার সেই ছোট বাবু
হয়েছি অনেক বড়,
আমারও একটা বাবু আছে
বুক কাঁপে থরথর।
অনেক আদর করি তাঁকে
অনেক ভালোবাসি,
যেমনটি মা তোমায় আমি
বেশি ভালোবাসি।
সবার শেষে একটি কথা
আবার বলে যাই,
তুমি আর সামি ছাড়া মাগো
আমার কেউ যে নাই।
আমি তোমার আদর্শকে
করবো সযতন,
দেখবে তোমার ছেলে হবে
সমাজের বিজ্ঞজন।
যেখানেই তুমি থাকো মাগো
যেখানেই বিচরন,
আমি সাথে আছি তোমার
হবে অনেক আয়োজন।
ভালো থেকো এই বলে
আজ করলাম শেষ,
অনেক কিছু বলেও মাগো
হলো অশেষ।