মরুময়তায় জেগে ওঠে
প্রাণচঞ্চল অবারিত সবুজ।
কে করবে সবুজ বনানী
তপ্ত মরুভূমিতে?
লাল গালিচায় নগ্ন পায়ে
হেঁটে গেলেই কী মিলবে
নীলাম্বরী শাড়ি পরা
কোন এক মায়াবীনি।
মুসাফির আমি দুনিয়ার বুকে
চলেছি অজানা গন্তব্যে।
উর্বর ভ‚খন্ডে নৈসর্গিক দেবদারু
সুশীতল ছায়ায় মোড়ানো
ঝাউগাছের আকুল করা
মুচকি হাসি, দেখেছি
বহুদূর দিগন্তের সীমানায়
সঙ্গমরত নদী-মোহনায়।
নিশাচর আমি পরিত্যক্ত
আবাস হতে, দেশ দেশান্তরে
খুঁজে চলেছি এতটুকু সহিষ্ণুতা,
অসহিষ্ণু পৃথিবীর বুকে।