হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়ন, আইসিটি উন্নয়নসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষের দৌড়গড়ায় পৌঁছে দিচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাদরদী সরকার।
১৭ সেপ্টেম্বর দুপুরে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের এম.বি দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামীলীগ তা শক্ত হাতে দমন করবে।
কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন(আল আমিন), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম কাইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।