একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গুরুত্বপূর্ন অাসন পবা মোহনপুরের সংসদ সদস্য অায়েন উদ্দিনের বাবা অালহাজ্ব হবিবুর রহমান (৮৭) তার নামাজের জানাজা মঙ্গলবার বিকেলে মোহনপুর ঘাসিগ্রামের নিজ কবর স্থানে অনুষ্ঠিত হয়েছে। ঐ জানাজা নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী নগর অা,লীগের সভাপতি, সিটিকর্পোরেশনের একমাত্র নৌকার মাঝি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার সাথে উপস্থিত ছিলেন অত্র জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি, তানোর গোদাগাড়ীর এক মাত্র প্রধানমন্ত্রীর অাস্থাভাজন (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী? এদিকে তরুন নেতা পবা মোহনপুরের এমপি অায়েন উদ্দিনের পরিবার সূত্রে গেছে, গত বুধবার ইফতার করার পর হঠাৎ সন্ধা ৭টার দিকে অসুস্থ হয়ে পড়লে? জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অাইসিওতে ভর্তি করা হয়।কিন্তুু মরহুম হবিবুর রহমনের চিকিৎসাধীন অবস্থায় ৫জুন মঙ্গলবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন? মৃত্যু কালে মরহুমের বয়স ৮৭ বছর হয়েছিলো এবং মঙ্গলবার বিকেলে ঘাসিগ্রাম ইউপির মুশকুন্ডি গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে? তাতে প্রচুর পরিমানে বিভিন্ন দলের নেতা কর্মী এছাড়া অা,লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মরহুমের জানাজা নামাজে উপস্থিত হয়েছিলো বলে উপজেলা পর্যায়ের নেতারা সংবাদ কর্মীদের জানিয়েছেন।