একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: অাসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে (৩০ জুলাই) এএইচএম খায়রুজ্জামান লিটণের পক্ষে তানোর গোদাগাড়ীর দু’হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন জেলা অাওয়ামী লীগ সভাপতি এমপি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
২৬শে জুলাই বিকেল ৫ টার সময়ে নগরীর সাগর পাড়া হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন যেমন, সাগরপাড়া হতে লক্ষীপুর মোড়, অাদালতপাড়া, গেটার রোড়, নিউ মার্কেট হয়ে সাগরপাড়াতে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, লিটনের পক্ষে নৌকার গণসংযোগ তানোর গোদাগাড়ী থেকে এসেছেন সে সকল নেতা কর্মীদের প্রতি অান্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এদিকে একই দিনে তানোর উপজেলা অা,লীগের অায়োজনে, বিশেষ বর্ধিত সভা অডিটোরিয়াম হল রুমে দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে খাদেমুন নবী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা অাওয়ামী লীগ সভাপতি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর অা’লীগের সাধারণ সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত অালী, মহিলা ভাইস চেয়ারম্যান বন্ধনা রানী, ওসি রেজাউল ইসলাম, যুবলীগ সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এছাড়া অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সাবেক যুবলীগ নেতা শফিকুল সরকার, বাঁধাইড় ইউপি অা’লীগ সভাপতি, অাবুল কালাম অাজাদ, কামারগাঁ ইউনিয়ন সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, মহিলা অা,লীগ সভানেত্রী সোনিয়া সরদার, অা,লীগ সভাপতি, সাধারন সম্পাদক, অাবুল কালাম অাজাদ প্রদিপ সরকার, যুবলীগ সভাপতি, রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক, অাব্দুল ওহাবসহ অা’লীগের নেতা কর্মীরা।
উক্ত বর্ধিত সভায় নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশে উপস্থিত চোখের পড়ার মতো।