আসাদুজ্জামান চৌধরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ ডাকাতকে আটক করেছে কোম্পানীঞ্জ থানা পুলিশ। বুধবার (১৬ মে) ভোরে উপজেলার চরপার্বতি ইউনিয়নের মৌলভি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি এলজি, ২টি কাটুজ, ২টি ছোরা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার মুছারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম টিটু (২৮) ও একই উপজেলা ও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত জামাল মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি এলজি, ২টি কাটুজ, ২টি ছোরা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও ডাকাতির আরো একটি মামলা হয়েছে।