একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটিকর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র নগর বিএনপি সভাপতি মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ছেলে অালফি টায়ফয়েড জরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে অালফিকে দেখতে ছুটে যান কলেজ হাসপাতালে নগর অা,লীগ সভাপতি, মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
ঐ সময় মোসাদ্দেক হোসেন বুলবুলের ছেলে অালফির ডাক্তারদের কাছে খোজ খবর নিয়েছেন ও রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন।
লিটনের সাথে উপস্থিত ছিলেন নগর অা,লীগের সাধারন সম্পাদক, ডাবলু সরকার সহ স্থানীয় নগর অা,লীগের নেতা কর্মীরা। অপরদিকে সদ্য বিদায়ী মেয়র বুলবুল সকল ভোটারদের কাছে ছেলে অালফির জন্য দোয়া চেয়েছেন নগর বিএনপি সভাপতি মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।