1. jashimsarkar@gmail.com : admin :
  2. adminmonir@germanbangla24.com : monir uzzaman : monir uzzaman
  3. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman
  4. anikbd@germanbangla24.com : SIDDIQUE ANIK : ANIK SIDDIQUE
  5. infi@germanbangla24.com : Hasan Imam Juwel : Hasan Imam Juwel
  6. rafid@germanbangla24.com : rafid :
  7. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman
শিরোনাম :
জার্মান বিএনপির হেছেন প্রাদেশিক কমিটির কর্মী সভা অনুষ্ঠিত জার্মানির মানহাইমে জমজমাট ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি লেবাননে শাহ্জালাল প্রবাসী সংগঠনের দ্বশম বর্ষ পূর্তি উদযাপন ও সভাপতিকে বিদায়ী স্বংবর্ধনা করোনা টিকার প্রসঙ্গে ও করোনার তৃতীয় ঢেউ: মোশাররফ হোসেন ভূঁইয়া রাষ্ট্রদূত, জার্মানি বাংলাদেশ জার্মান জাতীয়তাবাদী কালচারাল অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত ঝালকাঠিতে সেপটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে নিহত ২ জামালপুরে ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’ এর মাক্স বিতরণ করোনা : সখীপুরে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় জরিমানা করোনা : সাতক্ষীরা পুলিশের মোটরসাইকেল র‌্যালি ও মাস্ক বিতরণ লেবানন বিএনপির সভাপতি বাবু, সম্পাদক আইমান, সাংগঠনিক হাবিব

অসহায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন এমপি ফারুক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ আগস্ট, ২০১৮
Check for details

একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর কলমা ও কামারগাঁ এ দুটি ইউনিয়নে পবিত্র ঈদুল অাজহা উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর ফারুক চৌধুরী (এমপি) ।

এদিকে, ১১ অাগস্ট শনিবার দুপুরে কলমা ইউনিয়ন পরিষদ প্রাংঙ্গনে ২৫শত ৫ জন অসহায় দুস্থ মানুষদের মাঝে ২০কেজি চাল (এমপি) ফারুক চৌধুরী নিজ হাতে তুলে তাদের হাতে তুলে দিয়েছেন।

অনুষ্ঠানে অারো যারা উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অাব্দুল্লাহ অাল মামুন, তানোর উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন এবং কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও যুবলীগের উপজেলা সভাপতি, লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে এমপি ফারুক চৌধুরীর পক্ষে অাগামীতে নৌকা প্রতীকের জন্য ভোট চেয়েছেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গোদাগাড়ী উপজেলার (সাবেক) যুবলীগ সভাপতি, শফিকুল সরকার, কলমা ইউনিয়ন নব নির্বাচিত ছাত্র লীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদ সহ কলমা ইউপির অা,লীগের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন সকালে অারেকটি অনুষ্ঠান হয়েছে, কামারগাঁ ইউনিয়ন পরিষদের অায়োজনে উক্ত পরিষদ প্রাংঙ্গনে দুস্থ মানুষদের মাঝে ভিজিএফ চাল দু হাজার ২৯ জনকে ভিজিএফ চাল বিতরনের শুভ উদ্বোধনে তানোর গোদাগাড়ী অাসনের (এমপি) জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউপি অা,লীগের সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলেম উদ্দিন, যুবলীগ সভাপতি, তোফায়েল হোসেন, সাধারন সম্পাদক, নির্মল সরকার সহ নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।

দেখা গেছে দুস্থদের মাঝে চাল বিতরনের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি (এমপি) ওমর ফারুক চৌধুরী বলেন, জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ব্যপক উন্নয়ন করে মধ্যম অায় দেশ হিসেবে গড়ে তুলেছেন। তিনি বলেন, এর অাগে দশ কেজি করে চাল দেয়া হতো কিন্তুু এবার ভিজিএফ ২০ কেজি করে দেয়া হচ্ছে। তিনি বলেন,এ গুলো বৃদ্ধি করেছেন ডিজিটাল কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক চৌধুরী বলেন, অাগামী অারো বৃদ্ধি করবে অাওয়ামী সরকার।

তাই সব কিছু ভুলে নেতা কর্মীদের প্রতি অাহব্বান জানিয়ে, প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা গুলি অসহায়দের কাছে তুলে ধরতে হবে, এবং তাদের পাশে থাকতে হবে তাহলেই উন্নয়নের প্রতীক নৌকা বিজয় হবে এ সব কথা গুলো শিক্ষা অনুরাগী এমপি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details